• হোম > আন্তর্জাতিক > প্রাণ দিলেন রুশ মন্ত্রী, অন্যকে বাঁচাতে গিয়ে

প্রাণ দিলেন রুশ মন্ত্রী, অন্যকে বাঁচাতে গিয়ে

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৪
  • ৪০২

 প্রাণ দিলেন রুশ মন্ত্রী, অন্যকে বাঁচাতে গিয়ে

আরেকজনের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ। দেশটির আর্কটিক অঞ্চলে এক বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নোরিলস্ক শহরে ওই দুর্ঘটনাটি ঘটে। বিবিসির খবরে জানানো হয়েছে, একজন ক্যামেরাম্যান একটি খাঁদে পরে গেলে তাকে উদ্ধার করতে লাফ দেন মন্ত্রী জিনিচেভ। এতে একটি পাথরে আঘাত লেগে মৃত্যু হয় মন্ত্রীর। প্রথমে পরে যাওয়া ক্যামেরাম্যানও মারা গেছেন। নিহত ওই ক্যামেরাম্যানের নাম আলেকজান্ডার মেলনিক।
তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেখান থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে, নোরিলস্কে এক অনুশীলন চলাকালীন একজনের জীবন বাঁচাতে গিয়ে মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ দুঃখজনকভাবে মারা গেছেন। তিনি ২০১৮ সাল থেকে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ছিলেন।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111917 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 12:35:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group