• হোম > খুলনা | বাংলাদেশ > শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২১
  • ৪৬৯

 শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন নির্যাতনের অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের এক শিক্ষিকা তারই এক সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। এ পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্র বিষয়ক পরিচালক ছোটন দেবনাথকে একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেল অভিযোগটির ব্যাপারে তদন্ত করছে। সেলের প্রধান মোসা. তাসলিমা খাতুন  বলেন, বিষয়টি অত্যন্ত গোপনীয়। এটি তদন্তাধীন থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাসায় ওই নারী শিক্ষিকাকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে ব্যাপারটির জন্য ছোটন দেবনাথ ওই নারীর কাছে ক্ষমাও চেয়েছেন। সম্প্রতি ঘটনাটি নিয়ে ছোটন নানাভাবে হুমকি ও হয়রানি করার চেষ্টা করলে ওই নারী শিক্ষিকা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার ওই অভিযোগ পাওয়ার পর শনিবার বৈঠক করে ব্যাপারটি তদন্ত করার সিদ্ধান্ত নেয় যৌন নিপীড়ন প্রতিরোধ সেল। পরে ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছোটন দেবনাথকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এ ব্যাপারে সহকারী অধ্যাপক ছোটন দেবনাথ  বলেন, আমি এখনও অফিসিয়ালি বিষয়টি সম্পর্কে অবগত নই।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111922 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:08:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group