• হোম > বিনোদন > ভিন্ন অভিজ্ঞতা হয়েছে -অপু বিশ্বাস

ভিন্ন অভিজ্ঞতা হয়েছে -অপু বিশ্বাস

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১
  • ৪৫৫

ভিন্ন অভিজ্ঞতা হয়েছে -অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি তিনি ‘ঈশা খাঁ’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই ছবিতে তার নায়ক ডি এ তায়েব। বেশ ভালো আয়োজনে এ ছবির কাজ করেছেন তিনি। অভিজ্ঞতা কেমন ছিল? অপু বলেন, গতানুগতিকের বাইরে গিয়ে এ সিনেমার গল্প তৈরি করা হয়েছে। এ সিনেমার গল্প এবং আমার চরিত্র- দুটোই বেশ আকর্ষণীয়। কাজটি করতে গিয়ে ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। সামনে ডাবিং করবো। এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য আপনাকে বিস্মিত করবে

দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলেই বিশ্বাস। কারণ এমন লুকে তারা আমাকে এর আগে দেখেনি। আপনার হাতে থাকা সিনেমাগুলোর কী অবস্থা? উত্তরে অপু বিশ্বাস বলেন, ধীরে ধীরে ব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছি। করোনা, লকডাউনের কারণে সবকিছুই থমকে ছিল। এখন তো পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ‘ছায়াবৃক্ষ’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে আরেকটি সিনেমার ৭০ ভাগ কাজ হয়েছে। শিগগিরই এর বাকি কাজ শেষ করা হয়ে যাবে। নতুন কোনো সিনেমার খবর আছে? এ নায়িকা বলেন, কথা চলছে বেশ কয়েকটি সিনেমা নিয়েই। তবে এখনও চূড়ান্ত নয়। সবঠিক ঠাক হলেই সবাইকে জানাবো। সম্প্রতি ওয়ালমার্ট নামের একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন। এ প্রসঙ্গে একটু বিস্তারিত শুনতে চাই। অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট এর পণ্য পৌছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। এদিকে অপু বিশ্বাসের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ আরেকটি কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা সুবীর মণ্ডল পরিচালিত ‘শর্টকাট’। এই সিনেমা দুটি নিয়ে প্রত্যাশা কেমন? এ অভিনেত্রী বলেন, দুটি সিনেমা নিয়েই আমি ভীষণ আশাবাদী। কারণ, দর্শক যেমন সিনেমা চায় তেমন এই দুটি সিনেমা। এখন চলচ্চিত্রের অবস্থা কেমন দেখছেন? অপুর উত্তর- করোনার কারণে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। তবে ভালো ভালো কাজের মাধ্যমে আমাদের কামব্যাক করতে হবে।আমি আশাবাদী আমরা সেটা পারবো।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111930 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:19:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group