• হোম > বিনোদন > মুগ্ধ দেবলীনার অনুরাগীরা

মুগ্ধ দেবলীনার অনুরাগীরা

  • বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০
  • ৫৬২

 মুগ্ধ দেবলীনার অনুরাগীরা

খোলা চুল, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। কালো বিকিনিতে শরীরের বেশির ভাগ অংশ উন্মুক্ত। খানিক বেপরোয়া ভঙ্গিতে লেন্সবন্দি হয়েছেন দেবলীনা কুমার। ছবি দিয়ে লিখেছেন, জীবন কখনও নিখুঁত হতে পারে না। কিন্তু তোমার বিকিনি সেটা হতে পারে। দিন কয়েক আগেই স্বামী গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সম্ভবত সেই সময় বিকিনি পরে এই ছবি তুলেছিলেন তিনি। অনেকেই বলেন দেবলীনার পায়ের তলায় সর্ষে।

কারণ তিনি ঘুরে বেড়াতে ভালবাসেন। তবে কি এক টানা কাজের মধ্যে আবার সেই ছুটির দিনগুলিতে ফিরে যেতে ইচ্ছে করছে তার? দেবলীনার এই পোস্ট কিন্তু তেমনই ইঙ্গিত করছে। দেবলীনাকে এই অবতারে দেখে মুগ্ধ তার অনুরাগীরাও। পোস্টের মন্তব্য বাক্সে গৌরব-পতœীকে ভালবাসা জানিয়েছেন তাঁরা। জি বাংলার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ নিয়মিত দেখা যাচ্ছে দেবলীনাকে। এ ছাড়াও রাজর্ষি দে-র নতুন ছবি ‘মায়া’-তেও অভিনয় করেছেন তিনি। আপাতত দেবলীনার হাতে একগুচ্ছ কাজ। তাই ব্যস্ততার মধ্যেই সমুদ্র সৈকতে কাটানো অবসরের কথা মনে পড়ে গেল দেবলীনার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/111978 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 05:17:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group