• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত, বাবা আহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত, বাবা আহত

  • রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৩
  • ৪৪৫

 অটোরিকশায় ট্রেনের ধাক্কা, দুই ভাই নিহত, বাবা আহত

হ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরো তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা আপন দুই ভাই। তারা হলেন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়ার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। তাদের বাবা সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহা জানান, ভোরে একটি অটোরিকশা তালশহরের ভেতর দিয়ে জেলা শহর থেকে আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হন এবং তাদের বাবাসহ আরো তিন যাত্রী আহত হন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112040 ,   Print Date & Time: Friday, 23 January 2026, 08:24:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group