• হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে

আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে

  • রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮
  • ৪৯০

 আফগানিস্তানের গোপন দলিল এখন পাকিস্তানের হাতে!

আফগানিস্তানে বহু বছর ধরে কয়েকশ মিলিয়ন ডলার ব্যয় করে মার্কিন বাহিনী এবং সামরিক জোটের অন্য সদস্যরা দেশটির জনগণের একটি গোপন ডিজিটাল ডাটাবেজ তৈরি করেছিল।

আফগানিস্তানের ক্ষমতাগ্রহণের পর দেশটির সাবেক সরকারের এ গোপন তথ্যভাণ্ডার হাতিয়ে নিয়েছে তালেবান।

বর্তমানে এ গোপন ডিজিটাল ডাটাবেজ পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তালেবান। খবর নিউজ উইকের।

পাকিস্তান সেনাবাহিনীর তিনটি সি-১৩০ বিমান মানবিক ত্রাণ দেওয়ার নামে আফগানিস্তানে গিয়েছিল। বিমানগুলো আফগানিস্তানের সাবেক সরকারের গোপন দলিলপত্র নিয়ে কাবুল ত্যাগ করে।

এ ঘটনাকে আফগানিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে বলে এ রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি। পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এসব দলিলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

আফগান গোয়েন্দা সংস্থা বা এনএসডির এসব দলিলের মধ্যে রয়েছে অসংখ্য হার্ড ডিস্কসহ অন্য ডিজিটাল ডাটাবেজ।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112043 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:20:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group