• হোম > বিনোদন > ফের বিয়ে করলেন মাহি

ফের বিয়ে করলেন মাহি

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১০:১২
  • ৪৮৬

 ফের বিয়ে করলেন মাহি

অবশেষে নিজের দ্বিতীয় বিয়ের খবর দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি প্রকাশ করে নিজের এই বিয়ের কথা জানিয়েছেন তিনি। যদিও মাহির এই ‘সারপ্রাইজ’-এর খবর আগেই ফাঁস হয়ে গিয়েছিল। রোববার দিনগত রাত সাড়ে ১২টায় ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে বর পাত্র কামরুজ্জামান সরকার রাকিবের পাশে বসে আছেন কনে মাহি। অভিনেত্রীর কাছ থেকে কাবিননামায় স্বাক্ষর নেওয়া হচ্ছে। বিয়ের বিশেষ এই মুহূর্তে ছবিটি প্রকাশ করে মাহি জানান, রাত ১২টা ৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবির ক্যাপশনে মাহি লেখেন, আলহামদুলিল্লাহ।

Bangladesh এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে না
ব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান
আজ ১৩/০৯/২১ইং ১২টা ০৫ মিনিটে আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া। গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন তিনি। যদিও সারপ্রাইজটি গোপন রাখতে পারেননি মাহি। জানা যায়, কামরুজ্জামান সরকার রাকিব গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এটি তারও দ্বিতীয় বিয়ে। মাহির সঙ্গে তার আগে থেকেই বন্ধুত্ব ছিল। এদিকে মাহির নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়ে তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বলেন, মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা। অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112095 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 03:46:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group