• হোম > বাংলাদেশ > নিউজিল্যান্ডে গিয়ে মারা গেলেন নোবিপ্রবির শিক্ষক

নিউজিল্যান্ডে গিয়ে মারা গেলেন নোবিপ্রবির শিক্ষক

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৪১
  • ৫২৪

 নিউজিল্যান্ড, নোবিপ্রবি, শিক্ষক,  নিউজিল্যান্ড

পিএইচডি করতে নিউজিল্যান্ডে গিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন।

বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় নিউজিল্যান্ডের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার এ অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল আলম।

জানা যায়, সহকারী অধ্যাপক অর্পিতা হঠাৎ অসুস্থ হয়ে বমি করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য সেখানকার হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে তিনি মারা যান। তার লাশ দেশে আনার চেষ্টা চলছে।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘তার এ আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার মাগফিরাত কামনা করেন। অর্পিতা রায়ের আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, অর্পিতা রায় ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অটোগা’তে পিএইচডি শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র: বি ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112101 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:44:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group