• হোম > জাতীয় | বাংলাদেশ > অব্যাহত ৩ নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে

অব্যাহত ৩ নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০১
  • ৫০০

 অব্যাহত ৩ নম্বর সতর্কতা সংকেত বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।

সোমবার আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম/উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

নিম্নচাপের কারণে সমুদ্রবন্দর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝুঁকি এড়াতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানতার সাথে চলার পরামর্শ দেয়া হয়েছে।

ঝড়ো বাতাসের কারণে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঝালকাঠি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা এবং লক্ষ্মীপুরের উপকূলবর্তী নিম্নাঞ্চলে জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বেশি হতে পারে।

সূত্র : ই্‌উএনবি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112112 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 12:52:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group