• হোম > ঢাকা | বাংলাদেশ > সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে যুবকের আত্মহত্যা

সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে যুবকের আত্মহত্যা

  • মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮
  • ৪১৭

 বৈঠকে উত্তেজিত হয়ে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সালিশ বৈঠকে উত্তেজিত হয়ে বাড়িতে গিয়ে গাছে সাথে গলায় ফাঁস দিয়ে আবু তাহের (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে নিজ বাড়ির আঙ্গিনায় একটি লটকন বাগানে লটকন গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

আবু তাহের মধ্য বড়চারা গ্রামের সবজালী মিয়ার ছেলে।

তার বাবা সবজালী মিয়া জানান, নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার দুপুরে স্থানীয় বড়চারা বাজারে তার ছোট ভাই জাহেদ আলীর সাথে জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক চলাকালীন সময় আবু তাহের উত্তেজিত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি গিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান দিপু, কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বিট অফিসার এসআই ফারুক ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে লাশ নামিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112149 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:38:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group