• হোম > বাংলাদেশ > ইভ্যালির রাসেল হাসপাতাল থেকে আবার থানায়

ইভ্যালির রাসেল হাসপাতাল থেকে আবার থানায়

  • শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৫
  • ৪২০

 ইভ্যালির রাসেল হাসপাতাল থেকে আবার থানায়

প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল অসুস্থ বোধ করায় হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ওহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৯টার দিকে রাসেল অসুস্থ বোধ করছেন জানালে আমরা তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। করোনার কারণে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগ বন্ধ থাকায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দেখে বলেছেন, গত ২ দিন অনিয়ম হওয়ার কারণে এমন হয়েছে। খাওয়া-দাওয়ার অনিয়ম হওয়ায় গ্যাস ফর্ম করেছে। উনি একটু নার্ভাস ছিলেন। ডাক্তার দেখানো শেষে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে রাসেল ও তার স্ত্রী শামীমাকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাদের গুলশান থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও শামীমার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।

গ্রেপ্তারের পর আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, রাসেল ও শামীমাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইভ্যালির মোট দেনার পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। কোম্পানিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই লোকসানি কোম্পানি। তারা কোনো ব্যবসায়িক লাভ করতে পারেনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112286 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 05:16:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group