• হোম > জীবনযাপন > নিজেই চুলে রং করছেন? যে ৩ বিষয় খেয়াল রাখবেন

নিজেই চুলে রং করছেন? যে ৩ বিষয় খেয়াল রাখবেন

  • শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ১০:১০
  • ৩৯৮

 নিজেই চুলে রং করছেন? যে ৩ বিষয় খেয়াল রাখবেন

চুলের জন্য পছন্দসই সব রংই বাজারে পাওয়া যায়। সেগুলি কিনে নিজেরা বাড়িতে সহজে চুল রং করিয়েই নেওয়া যায়। কিন্তু ঠিকভাবে চুলে রং না করলে ‘ফ্যাশনেবল লুক’ পাবেন কীভাবে! তাই বাড়িতে নিজেই যদি চুলে রং করতে চান, তবে কয়েকটি বিষয় খেয়াল রাখুন।

১) চুল রং করা একটু কঠিন কাজ মনে হলেও আসলে কিন্তু অতটা কঠিন নয়। রং করার সময় মিশ্রণটি ঠিকমতো হবে তো, এইটা ভাবছেন কি? এখন কিন্তু বাজার চলতি অনেক রং সরাসরিই ব্যবহার করা যায়, আলাদা করে মিশ্রণ বানিয়ে নিতে হয় না।

২) আপনি কি ভাবছেন চুল ও মাথার ত্বকের জন্য কোন রং ভালো সেটা কেবল স্যালন বা পার্লারের লোকেরাই বোঝেন? নিজেও অনায়াসে এই কাজটি করতে পারেন। চুলের রং কেনার আগে দেখে নিন কী কী উপাদান দিয়ে রংটি তৈরি। রাসায়নিক কোনো উপাদান থাকলে এড়িয়ে যান। ভেষজ উপাদান সমৃদ্ধ রং বেছে নিন।

৩) চুলের শেষ প্রান্ত পর্যন্ত রং ঠিকভাবে পৌঁছচ্ছে না? বাড়িতে চিরুনি তো আছেই! চিরুনি দিয়ে চুলের ডগা পর্যন্ত ভালো করে আঁচড়ে তারপর কালার করে দেখুন। পুরো চুলটাই ঠিকভাবে রং করতে পারবেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112290 ,   Print Date & Time: Tuesday, 15 July 2025, 02:55:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group