• হোম > বরিশাল | বাংলাদেশ > একসঙ্গে চিরবিদায় ৩ বন্ধুর

একসঙ্গে চিরবিদায় ৩ বন্ধুর

  • শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫
  • ৫৩৭

 একসঙ্গে চিরবিদায় ৩ বন্ধুর

বরিশালে বাসের চাপায় পিষ্ট হয়ে ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ পৌর শহরের সুমন হাওলাদারের পুত্র সিয়াম ও জয়দেব দাসের পুত্র চয়ন দাস এবং তাদের বন্ধু রাব্বি। এদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছর।

নিহতের বন্ধু রাকিব ও তপু জানান, তারা বাকেরগঞ্জ জেএস মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। ৬টি মোটরসাইকেলে ১৮ জন বরিশালে ঘুরতে আসে তারা। ব্রিজে ওঠার সময়ে পিছন দিক থেকে একটি বাস এসে চয়ন, সিয়াম ও রাব্বিকে বহনকারী মোটরসাইকেলটি চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বাসটি ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে আরও একটি বাস এসে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনে থাকা বাসে পিষ্ট হয় মোটরসাইকেলটি। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মাহাতাব হোসেন ৩ জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরে রুপাতলী বাস মালিক সমিতির রাতুল-রোহান নামক পরিবহনটি আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেছেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112294 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 09:01:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group