• হোম > বাংলাদেশ > দিনে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দিনে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

  • রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯
  • ৪০৫

 দিনে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে সারাদেশে দিনে ৪ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সম্প্রতি নির্দেশনা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপ-প্রধান তথ্য অফিসার) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন গণমাধ্যমকে বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে ১৯ সেপ্টেম্বর থেকে বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সন্ধ্যা ৬টা হতে রাত ১০টা পর্যন্ত ৪ ঘণ্টা সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আগে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সিএনজি স্টেশন মালিকদের আপত্তির মুখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112360 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 11:53:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group