• হোম > খুলনা | বাংলাদেশ > পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ভাঙ্গায়

পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ভাঙ্গায়

  • সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৫০
  • ৪১৭

 পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ভাঙ্গায়

ভাঙ্গা পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৫টি কেন্দ্রের ৬টি কেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বেলা সোয়া ১১টার সময় ৩ নং ওয়ার্ডের ভাঙ্গা কেএম কলেজ কেন্দ্রে (মহিলা কেন্দ্র) ১৪৩৭ ভোটের মধ্যে ২৯৪ জন ভোটার ভোট দিয়েছেন। সকাল ৯টা ১০ মিনিটের সময় ভাঙ্গা পৌরসভার ৮ নং ওয়ার্ডের ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৮৩ ভোটের মধ্যে ১৪০ জন ভোট প্রদান করেছেন। সকাল ৯টা ৪৫ মিনিটে ৯ নং ওয়ার্ডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ৩২৬৩ ভোটের মধ্যে ২০৮ জন ভোট প্রদান করেন।

দুই দফা স্থগিতের পর আজ ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ ওয়ার্ডে ১০ জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ এফ এমডি রেজা (নৌকা প্রতীক), ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী ভাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (হাত পাখা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী (নারিকেল গাছ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৪ জন, ৩ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩ নং ওয়ার্ডে ৫ জন, ৪ নং ওয়ার্ডে ১০ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়াের্ডে ৪ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯ নং ওয়ার্ডে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য ১৯৯৭ সালের ১ মার্চ ভাঙ্গা, হামিরদী, আলগী ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে ভাঙ্গা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৮.৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় এটি ৪র্থ নির্বাচন। এ নির্বাচনে মোট ভোটার ২৬,৮৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১৩৪৩৫, নারী ভোটার ১৩৪৪৬ ও তৃতীয় লিঙ্গ (হিজরা) ভোটার ১ জন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মনজুরুল আলম বলেন, করোনা মহামারীর কারণে এ নির্বাচন ২ দফা পিছিয়েছিলো। আজ ২০ সেপ্টেম্বর ইভিএম পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ৯টি ওয়ার্ডের ১৫টি ভোট কেন্দ্রের ৮১টি বুথে ভোট গ্রহণ হচ্ছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, এ নির্বাচনে ৯ জন ম্যাজিষ্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, ২টি মোবাইল টিম এবং ১০ জনের সমন্বয়ে পুলিশ স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে।

সূত্র:বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112376 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:57:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group