• হোম > ক্রিকেট | খেলা > ইংল্যান্ড থার্ড ক্লাস হোটেলে রেখেছিল পাকিস্তান দলকে

ইংল্যান্ড থার্ড ক্লাস হোটেলে রেখেছিল পাকিস্তান দলকে

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭
  • ৫৪৮

 ইংল্যান্ড থার্ড ক্লাস হোটেলে রেখেছিল পাকিস্তান দলকে

১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে দেশটির ক্রিকেটপ্রেমীদের যারপরনাই হতাশ করল নিউজিল্যান্ড দল।

ম্যাচ শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে সিরিজ বাতিল করে দেশের পথে রওনা দেন কিউইরা।

কিউইদের মতো নিরাপত্তার অযুহাত দেখিয়ে ইংল্যান্ডও আসন্ন পাকিস্তান সফর বাতিল করে দেয়৷

ইংল্যান্ডের এমন সিদ্ধান্তে বেজায় চটেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুদাসসর নজর। ইংল্যান্ডে পাক সফরের প্রসঙ্গ টেনে এনে ইংলিশদের আতিথেয়তাকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

পাকিস্তান দলকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থার্ড ক্লাস হোটেলে রেখেছিল মন্তব্য করে ইংল্যান্ডকে রীতিমতো ধুয়ে দিয়েছেন মুদাসসর।

তিনি বলেন, ‘ইংল্যান্ড যখন করোনায় ক্ষতিগ্রস্ত, তখন আমরা দেশটি সফর করেছি। তাদের বড় ক্ষতির হাত থেকে আমরা বাঁচিয়ে দিয়েছিলাম। তারা আমাদের থার্ড ক্লাস হোটেলে রেখেছিল, তবু শুধু তাদের সাহায্য করতে সফরটা চালিয়ে যাচ্ছিলাম।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) অকৃতজ্ঞ মন্তব্য করে মুদাসসর বলেন, ‘তাদের পাকিস্তান সফর থেকে সরে আসার সিদ্ধান্ত সবাইকে চমকে দিয়েছে। এমনকি ইংলিশ সংবাদমাধ্যমও খুশি নয় এতে। আমাদের যখন দরকার, তখনই আমাদের সাহায্য করার বদলে অকৃতজ্ঞ ইংল্যান্ড পাকিস্তান সফর থেকে পিছিয়ে গেল। এরপর থেকে কোনো সফরে আগে ওদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েই আমাদেরকে সিরিজ নিশ্চিত করতে হবে।’

তথ্যসূত্র: ক্রিকেট পাকিস্তান


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112529 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 05:35:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group