• হোম > বিনোদন > ছেলের জন্মদিনে আবেগী শাকিব

ছেলের জন্মদিনে আবেগী শাকিব

  • সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯
  • ৪৫৭

 ছেলের জন্মদিনে আবেগী শাকিব

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়। আজ (২৭ সেপ্টেম্বর) তার জন্মদিন। বিশেষ এই দিনে বাবা শাকিব খান ভাসলেন আবেগে।

ফেসবুকে জানালেন, পুত্রের মধ্যেই তিনি আরও অনেক বছর বেঁচে থাকতে চান।

মা অপু বিশ্বাসের কাছে থাকা ছেলে জয়কে উদ্দেশ করে এই নায়ক লিখেছেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ স্বার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল আব্রাহাম খান জয়ের কথা জানতে পারেন দর্শকরা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়াল থেকে বেরিয়ে এসে একটি টিভি চ্যানেলে জয়কে নিয়ে হাজির হন অপু। তিনি জানান, শাকিব খান জয়ের বাবা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম। শাকিব-অপু ২০০৮ সালে বিয়ে করেছিলেন। এরপর তাদের বিচ্ছেদও হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112642 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 12:58:52 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group