• হোম > শিক্ষাঙ্গন > ৪ অক্টোবর খুলছে ববির হল-লাইব্রেরি

৪ অক্টোবর খুলছে ববির হল-লাইব্রেরি

  • সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৪
  • ৫১৫

 ৪ অক্টোবর খুলছে ববির হল-লাইব্রেরি

আগামী ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ক্লাস কার্যক্রম শুরু হবে অক্টোবরের তৃতীয় সপ্তাহে।

কমপক্ষে যারা ১ ডোজ টিকা নিয়েছেন তারাই হলে উঠতে পারবেন। এসব তথ্য মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ৪ তারিখ থেকে আবাসিক হল ও লাইব্রেরি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে যারা কমপক্ষে ১ ডোজ টিকা গ্রহণ করেছেন তারা সংশ্লিষ্ট কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদীন এ বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদের হল ও লাইব্রেরিগুলো খুলে দেয়ার জন্য। আমরা আশা রাখি খুব দ্রুত যাতে আমরা ক্লাস রুমে ফিরে যেতে পারি এবং সেশনজট থেকে মুক্তি পেতে পারি সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত বছরের (২০২০) মার্চ মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণ দেখা দিলে বন্ধ করে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের হল ও অন্যান্য কার্যক্রম। তাই দীর্ঘ ১৮ মাসের বেশি সময় পরে পুনরায় হল খোলার সিদ্ধান্তে খুশি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112649 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 08:44:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group