• হোম > ঢাকা | বাংলাদেশ > বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

  • সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭
  • ৪২৩

 বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে পৌর শহরের মধ্যবাজার দুধহাটি এলাকায় সোমবার দুপুরে নির্মণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমান (২৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানায়, শফিকুল ইসলাম শফিকের চারতলা একটি ভবনের নির্মাণকাজ চলছে। প্রতিদিনের মতো সকাল থেকেই শ্রমিকরা কাজ করে আসছে। দুপুর পৌনে ১টার দিকে চারতলা ভবনের ছাদে দু’জন শ্রমিক নিচ থেকে রড টেনে উপরে উঠানোর সময় ভবনের সাথে থাকা বিদ্যুতের তারের সাথে রড লেগে যায়। এ সময় ছাদে থাকা রুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে মাটিতে পড়ে যান। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেল ৪টার দিকে মারা যান।

অপর দিকে তার সাথে কাজ করার সময় তাকে ছাদে আরেক শ্রমিক ফারুক (১৫) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বছির আহামেদ বাদল বলেন, আমি ঘটনা জেনেছি। মৃতের লোকজন মেডিক্যাল থেকে ফিরলেই মামলা দায়ের করা হবে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112658 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:43:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group