• হোম > আইন-অপরাধ | বাংলাদেশ > বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি আটক

বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি আটক

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫
  • ৪৩৪

 বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি আটক

নওগাঁর নিয়ামতপুর উপজেলার গন্ধসাইল গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আশরাফুল ইসলাম নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। সোমবার রাত ৮টায় গন্ধসাইল গ্রাম থেকে ৪২৯৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ লাখ ৮৯ হাজার টাকা।

গ্রেফতার আশরাফুল রাজশাহীর শিবগঞ্জ উপজেলার পর্ণখালি গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। র‌্যাবের এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা নওগাঁর নিয়ামতপুর উপজেলার গন্ধসাইল গ্রামের রাজবাড়ী হাট এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৯৮ পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম আটক করে। এ ঘটনায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112664 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 09:46:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group