• হোম > আন্তর্জাতিক > ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বলল ইরান

ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বলল ইরান

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৬
  • ৪৬২

 ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যা বলল ইরান

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জাতিসংঘে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, বেনেতের বক্তব্য ‘মিথ্যার ফুলঝুরি’ ছাড়া আর কিছু নয়।

সোমবার জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনেট ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী দাবি করেন, ইরানের ‘পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি’ এমন অবস্থায় চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বেনেত আরো দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ‘সবগুলো রেডলাইন’ অতিক্রম করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি।

তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শত শত পরমাণু অস্ত্রের অধিকারী ইসরাইলের নেই।

রাভাঞ্চি আরো বলেন, জাতিসংঘে চলতি বছর ‘ইরান ভীতি’ ছড়িয়ে দেওয়ার কাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছে তেল আবিব।

সুত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112705 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 08:59:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group