• হোম > খুলনা | বাংলাদেশ > নিজের বাল্যবিয়ে রুখতে থানায় এসে নালিশ করেছে এক ছাত্রী

নিজের বাল্যবিয়ে রুখতে থানায় এসে নালিশ করেছে এক ছাত্রী

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬
  • ৪৩৬

 নিজের বাল্যবিয়ে রুখতে থানায় এসে নালিশ করেছে এক ছাত্রী

নিজের বাল্যবিয়ে রুখতে থানায় এসে নালিশ করেছে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী। পরিবারের লোকদের বুঝিয়েও বিয়ের আয়োজন থেকে নিবৃত্ত করতে না পেরে থানায় আসে সে। গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর থানায় এসে লিখিতভাবে অভিযোগ দেয় ওই ছাত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মঙ্গলবার সকালে এক ছাত্রী থানায় আসে। সে শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী। শিক্ষার্থীর অভিযোগ তার অমতে পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করেছে। কিন্তু সে আরও লেখাপড়া করতে চায়। ছাত্রীর অভিযোগ পেয়ে পুলিশ তার বাড়ি যায়। তার বাবা-মাকে বুঝিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে। ছাত্রীর পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মেয়েটির পিতা সামান্য চা দোকানি। মা একটি মুড়ি ফ্যাক্টরির শ্রমিক। আর্থিক অসচ্ছলতার কারণে তারা মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল। পুলিশের অনুরোধে মেয়েটির পিতা-মাতা তার লেখাপড়া চালিয়ে নিতে রাজি হয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112736 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 04:44:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group