• হোম > বিনোদন > অপু বিশ্বাসেরও আপত্তি নেই বুবলীর সঙ্গে কাজ করতে

অপু বিশ্বাসেরও আপত্তি নেই বুবলীর সঙ্গে কাজ করতে

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩
  • ৫১৯

অপু বিশ্বাসেরও আপত্তি নেই বুবলীর সঙ্গে কাজ করতে

গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই বলে গতকাল জানিয়েছেন শবনম বুবলী। এফডিসিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিষয়টি জানান ‘বসগিরি’ খ্যাত নায়িকা বুবলী। গণমাধ্যমে এ মন্তব্য প্রকাশিত হওয়ার পর অপু বিশ্বাসও জা জানালেন বুবলীর সঙ্গে তারও কাজ করতে আপত্তি নেই।

অপু বিশ্বাস বলেন,‌’আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই।’

নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ না করার শর্তে অপু বিশ্বাস বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ ও গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।’

এদিকে, সোমবার ছিল অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের পঞ্চম জন্মদিন। পারিবারিক আয়োজনে মা ছেলে মিলে ফুরফুরে মেজাজে জন্মদিন পালন করেছেন বলেও জানান অপু।

বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন অপু বিশ্বাস। কদিন আগে শেষ করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ নামে দুটি সিনেমা। এছাড়া একাধিক বিপণন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112766 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 04:08:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group