• হোম > আইন-অপরাধ | ঢাকা | বাংলাদেশ > গাজীপুরের ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেফতার

গাজীপুরের ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেফতার

  • বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৪
  • ৫৫৮

 গাজীপুরের ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেফতার

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক ব্রিফ করবেন।

কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর ১১ লাখ টাকার প্রতারণার অভিযোগে ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান ও পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গি পশ্চিম থানায় মামলা করেন শামীম খান নামের একজন ব্যবসায়ী।

মামলায় তিনি অভিযোগ করেন, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করা হবে, এমন প্রতিশ্রুতিতে তিনি ১১ লাখ ৫৫ হাজার টাকার পণ্যের অর্ডার দিয়েছিলেন। এরপর তাকে টাকা ফেরতের চেক দেয়া হলেও একাউন্টে কোন টাকা ছিল না। পরবর্তীতে তিনি অফিসে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।

উল্লেখ্য, পণ্য সরবরাহ বাবদ প্রায় ২০০ কোটি টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ধামাকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112774 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:45:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group