• হোম > বাংলাদেশ > পদ্মায় নৌকাডুবি লাশ বেড়ে ৪, নিখোঁজ আরো ২০

পদ্মায় নৌকাডুবি লাশ বেড়ে ৪, নিখোঁজ আরো ২০

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৭
  • ৫০৯

পদ্মায় নৌকাডুবি লাশ বেড়ে ৪, নিখোঁজ আরো ২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো আরো অন্তত নিখোঁজ রয়েছেন ২০ জন। এ ছাড়া এই নৌকাডুবির ঘটনায় ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার ফিটুর দুই সন্তান আসমাউল (৫) ও আয়েশা (৩) এবং শিবগঞ্জ উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০)।
বাকি একজনের পরিচয় জানা যায়নি। মৃতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112799 ,   Print Date & Time: Sunday, 26 October 2025, 08:58:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group