• হোম > ক্রিকেট | খেলা > হাফিজের বিশ্বকাপ খেলা অনিশ্চিত মশার কামড়ে

হাফিজের বিশ্বকাপ খেলা অনিশ্চিত মশার কামড়ে

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০
  • ৪৪৬

হাফিজের বিশ্বকাপ খেলা অনিশ্চিত মশার কামড়ে

এডিস মশার কামড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের।

পাকিস্তানের ৪০ বছর বয়সী এই অলরাউন্ডারের শরীরে ডেঙ্গুর লক্ষণ দেখা দিয়েছে। মঙ্গলবার এমন খবরই দিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাফিজের প্রস্তুতিতে প্রথম বাধা হয়ে আসে পেটের পীড়া। যে কারণে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি কাপের প্রথম পর্বে খেলতে পারেননি। সেই সমস্যা কাটিয়ে মাঠের ক্রিকেটে ফেরার আগেই ডেঙ্গু আক্রান্ত হলেন সাবেক এ অধিনায়ক।

হাফিজের ডেঙ্গু ধরা পড়েছে লাহোরে। ৬ অক্টোবর সেখানেই শুরু হওয়ার কথা পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপের দ্বিতীয় পর্ব।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানাযায়, হাফিজের রক্তের প্লাটিলেট অনেক কমে গেছে। এ অবস্থায় জাতীয় টি-টোয়েন্টি কাপে হাফিজ ফিরলেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112813 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 10:59:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group