• হোম > ক্রিকেট | খেলা > প্লে-অফের আরও কাছাকাছি ব্যাঙ্গালুর রাজস্থানকে হারিয়ে

প্লে-অফের আরও কাছাকাছি ব্যাঙ্গালুর রাজস্থানকে হারিয়ে

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬
  • ৪৪৭

 প্লে-অফের আরও কাছাকাছি ব্যাঙ্গালুর রাজস্থানকে হারিয়ে

দুবাইয়ের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়। আর তাতেই বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের। ২০ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফের আরও কাছাকাছি পৌঁছে গেল বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) টস জিতে প্রথমে সঞ্জু স্যামসনদের ব্যাট করতে পাঠান বিরাট। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে রাজস্থান। জবাবে ১৭.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুর। বল হাতে দুরন্ত আরসিবির হার্ষাল, শাহাবাজ, চাহালরা। অন্যদিকে, ভালো শুরু করেও ম্যাচে দাপট ধরে রাখতে ব্যর্থ রাজস্থান রয়্যালস।

রাজস্থানের ব্যাটিংয়ের শুরুটা জমজমাট। তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল ও ইভান লুইস প্রতিপক্ষকে দুমরে দিয়ে শুরু করেছিলেন ব্যাটিং। ৭৭ রানের ওপেনিংয় পার্টনারশিপ। ৩১ রান করে আউট হোণ যশস্বী। ৫৮ রানের ঝকঝকে ইনিংস খেলেণ লুইস। কিন্তু তারপর ম্যাচের রাশটা যেন পিঙ্ক আর্মি নিজেরাই তুলে দিল বিরাটের দলের হাতে।
দায়িত্বজ্ঞাহীনের মত একের পর এক উইকেট ছুঁড়লেন সঞ্জু, লোমরোররা। শাহাবাজ এক ওভারে সঞ্জু ও তেওয়াটিকে ফিরিয়ে রাজস্থান ইনিংসের কোমর ভেঙে ডেন। শেষ ওভারে হার্ষাল প্যাটেলের ম্যাজিক। এক ওভারে তিন উইকেট। যে রাজস্থানকে একটা সময় দেখে মনে হচ্ছে ২০০ রানের কাছাকাছি পৌঁছে যাবে তারাই ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে শেষ করল। হার্ষালের ৩ উইকেটের পাশাপাশি ২টি করে উইকেট শাহাবাজ ও চাহালের।

১৫০ রানের টার্গেট। প্রথম চারে জায়গা করার জন্য পয়েন্টের পাশাপাশি নজর রাখতে হবে রান রেটেও। সেটা মাথায় রেখেই শুরু থেকেই খুনে মেজাজে ব্যাটিং শুরু করেন কোহলি। দেবদত্তকে সঙ্গে নিয়ে কার্তিক, ক্রিস মরিসদের ওপর চেপে বসলেন তিনি। পাওয়ার প্লেতেই ৫০ রানের গন্ডিতে পৌঁছে গেল আরসিবি। এরপর জোড়া ধাক্কা। প্রথমে মুস্তাফিজুর রহমানের বলে দেবদত্ত তারপর বিরাটের রান আউট। কিছুটা চাপ তৈরি হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের শিবিরে।

কিন্তু অভিজ্ঞতা দিয়ে সামলে নিলেন ম্যাক্সওলেয়। সঙ্গ দিলেন কেএস ভারত। রান রেটও বাড়তে দিলেন না, আবার পার্টনারশিপও গড়ে তুললেন। তারকা খচিত আরসিবিতে ইউটিলিটি ক্রিকেটার হয়ে উঠছেল উইকেট কিপার কেএস ভরত। তার ৪৪ রানের ইনিংসটাই ব্যাঙ্গালুরের জয়ের ভীত তৈরি করল। তিনি হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও ম্যাক্সি দলকে জয়ের সীমা পার করিয়ে প্যাভেলিয়ানে ফিরলেন। অপরাজিত থাকলেন ৫০ রানে।

১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের খুব কাছাকাছি পৌঁছে গেল বিরাটের দল। আগামী রবিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বিরাটদের। আইপিএলের লিগ টেবিলে অন্য দিকে ১১ ম্যাচে ৮ পয়েন্ট আটকে থাকল সঞ্জুর রাজস্থান রয়্যালস। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ তাদের।

সূত্র:বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112819 ,   Print Date & Time: Thursday, 23 October 2025, 08:13:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group