• হোম > বাংলাদেশ > জুয়া খেলার সময় ৯ জুয়াড়ি গ্রেফতার

জুয়া খেলার সময় ৯ জুয়াড়ি গ্রেফতার

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৭
  • ৪৩০

জুয়া খেলার সময় ৯ জুয়াড়ি গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার পৌর শহরের নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়া খেলার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সুতী পলাশ গ্রামের কুদ্দুস উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০), নন্দনপুর গ্রামের ইসমাইলের ছেলে নজরুল ইসলাম (৪০), কাছারিপাড়ার মৃত সোমেশ আলীর ছেলে আজিজুল (৫৫), কোনাবাড়ী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে কালু মিয়া (৪০), সওদাগরপাড়ার মৃত আমালতের ছেলে সেলিম হোসেন (৩৫), ভুয়ারচক গ্রামের মৃত সমশের আলীর ছেলে আশরাফ আলী (৫০), একই এলাকার মৃত মহর আলীর ছেলে জুয়েল মিয়া (৩৫), মৃত আজহার আলীর ছেলে দেলোয়ার হোসেন (৪০) ও জয়নুদ্দিনের ছেলে আব্দুল করিম (৩৮)।

গোপালপুর থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112873 ,   Print Date & Time: Saturday, 25 October 2025, 05:38:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group