• হোম > বিনোদন > এমপি মমতাজের মা আর নেই

এমপি মমতাজের মা আর নেই

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:২৫
  • ৪৯১

 এমপি মমতাজের মা আর নেই

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দেশবরেণ্য বাউলশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন ইন্তেকাল করেন তিনি।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন উজালা বেগম।

মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী সজল হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে লিভারজনিত অসুস্থতায় ভুগছিলেন উজালা বেগম।

গত ১৫ সেপ্টেম্বর সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওই দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তার চিকিৎসা চলে। বুধবার দিবাগত রাত থেকে তার অবস্থার অবনতি ঘটে। পরে আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন তিনি মারা যান।

বৃহস্পতিবার বাদ আসর সিংগাইরের বাউল কমপ্লেক্সে স্বামী মধু বয়াতির কবরের পাশেই তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও মানিকগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণির মানুষ শোক জানিয়েছেন বলেও জানান তিনি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112899 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 01:48:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group