• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > ২৪ রোহিঙ্গা আটক ভাসানচর থেকে পালাতে গিয়ে

২৪ রোহিঙ্গা আটক ভাসানচর থেকে পালাতে গিয়ে

  • শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ০৯:৩৮
  • ৪৪১

 ২৪ রোহিঙ্গা আটক ভাসানচর থেকে পালাতে গিয়ে

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সিভিল টিম ও কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ভাসানচর থেকে উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরে জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা হলেন, এহেসান উল্লাহ (২২) কিসমতারা (২১) সুমাইয়া (৫) সেনোয়ারা (২৫) আকিফা আক্তার (৩) মোহাম্মদ রাসেদ উল্লাহ (১০ মাস) রিয়া মনি (৪) সিপা মনি (২) নূরুল আজিম (২৩) সৈকত আরা (১৮) নূরুল হাকিম (১০) মো: ইব্রাহিম (৩১) জামালিদা (২৬) আবদুল কাদের (৮) নূরকাইদা (৫) ফাতেমা (১০ মাস) আলমরিজা (৭) মো: আলী (১৯) সেফায়েত উল্লাহ (২৮) হাসিনা (২৬) সুমাইয়া (৫) নয়ন (১২) ও জান্নাতুল ফেরদৌস (৮)।

জেলা পুলিশ প্রশাসন জানায়, তারা বুধবার রাত আনুমানিক ২টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর উদ্দেশে গোপনে জঙ্গলে অবস্থান নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দালালের মাধ্যমে বোট যোগে চট্টগ্রামের উদ্দেশে পালাতে জঙ্গলে অবস্থান নেয় তারা।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মাধ্যমে সিআইসি অফিসে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112926 ,   Print Date & Time: Wednesday, 3 September 2025, 05:36:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group