• হোম > বিনোদন > প্রেম করছেন গায়িকা জেফার?

প্রেম করছেন গায়িকা জেফার?

  • শুক্রবার, ১ অক্টোবর ২০২১, ১৫:২৮
  • ৫৩৪

প্রেম করছেন গায়িকা জেফার?

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরেই এক ছেলের সঙ্গে গায়িকা জেফার রহমানের একান্ত মুহূর্তের একটি ছবি ছেয়ে গেছে। কেউ বলেছেন, এটা জেফারের বন্ধু সালমান মুক্তাদির। আবার কারও প্রত্যাশা, শিগগিরই পেতে যাচ্ছেন দাওয়াত। তবে ছেলেটি কে? তা ঠিক বের করা সম্ভব হচ্ছিল না। কারণ তার মুখে লাগানো ছিল স্টিকার।

তবে আজ সেই ছবির রহস্য সামনে আসলো। স্টিকার খুলে একই স্থিরচিত্রটি আরেকবার ফেসবুকে পোস্ট করেন এই গায়িকা। আর তাতেই সবার চক্ষু চড়ক গাছ। ছেলেবন্ধু বা প্রেমিক নয়, ছেলেটি মূলত আরেক গায়ক। নতুন ব্যান্ড ‘আরেকটা রক ব্যান্ড’র ভোকাল রিয়াসাত আজমি।

এমন ছবি প্রকাশ প্রসঙ্গে জেফার জানালেন মজার কথা। তিনি বলেন, ‘ছবিটি দেখে অনেকেই সালমান মুক্তাদিরের সঙ্গে মিলিয়েছেন। অনেকেই অনেক কিছু ভেবেছেন। কিন্তু আমি দুঃখিত। আসলে আমি ড্রামা কুইন হওয়ার চেষ্টা করেছিলাম। এটা আমার নতুন গান “অজানা”র অফিশিয়াল ভিডিও শুট ছিল। গানটিতে আমার সঙ্গে আছে আরেকটা রক ব্যান্ড। আর সে জন্যই ব্যান্ডের গায়ক রিয়াসাতের সঙ্গে মিউজিক ভিডিও করেছি।’

‘অজানা’র কথা লিখেছেন জেফার ও রিয়াসাত। সুর-সংগীত করেছেন রায়হান মাহবুব রাশা এবং মিক্স ও মাস্টার করেছেন ফুয়াদ আল মুক্তাদির। জেফারের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন রিয়াসাত নিজেই। পাশাপাশি তারা দুজনই ভিডিওটির মডেল হয়েছেন। আর ভিডিও পরিচালনা করেছেন নাহিয়ান আহমেদ।

উল্লেখ্য, ২০১৯ সালে সর্বশেষ গান বের হয়েছিল জেফারের। ‘ন ডরাই’ সিনেমায় ব্যবহৃত ‘হারবো না’ গানটি গেয়েছিলেন তিনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112960 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 11:06:47 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group