• হোম > বরিশাল | বাংলাদেশ > ৩২ জেলে ৬ দিন নিখোঁজ বঙ্গোপসাগরে

৩২ জেলে ৬ দিন নিখোঁজ বঙ্গোপসাগরে

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ০৯:৫০
  • ৪৩৮

৩২ জেলে ৬ দিন নিখোঁজ বঙ্গোপসাগরে

বরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরে দু’টি ট্রলারে ৩২ জেলে মাছ ধরতে গিয়ে ফেরত আসেনি। ২৫ সেপ্টেম্বর মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ হওয়ার শুক্রবার পর্যন্ত ছয় দিনে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

মোস্তফা চৌধুরী বলেন, এফবি আব্দুল্লাহ ট্রলারের ২০ ও এফবি মায়ের দোয়া ট্রলারের ১২ জেলেসহ ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান শনিবার। সোম, মঙ্গল ও বুধবার বঙ্গোপসাগরে থেমে থেমে ঝড় চলতে থাকলে ট্রলার ডুবিতে মারা যান চার জেলে।

এরপর পাথরঘাটার সব জেলেরা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে ফেরত আসলেও দু’টি ট্রলারের ৩২ জেলে ফেরত আসেনি। তাদের সন্ধানে দু’টি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের উদ্ধার অভিযান শুরু করেছে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112978 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:38:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group