• হোম > আন্তর্জাতিক > ৪ নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

৪ নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ১০:১৭
  • ৪৯১

 ৪ নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে আজারবাইজান সীমান্তে শুক্রবার চারটি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেহরান।

আজারবাইজানের আপত্তি সত্ত্বেও শুক্রবার সকাল থেকে ইরান ট্যাংক, হেলিকপ্টার ও কামান নিয়ে এ মহড়া শুরু করে। খবর তেহরান টাইমসের।

ইরানের সেনাবাহিনীর কমান্ডার কিওমারস হায়দারি জানিয়েছেন, সামরিক মহড়ায় তারা শুক্রবার চারটি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন।

এ মহড়া কতদিন চলবে তা এখনও জানায়নি ইরান। ইরানের ওই কমান্ডার আরও বলেছেন, আমাদের সীমান্তে বিদেশিদের উপস্থিতি সহ্য করা হবে না।

ইরানের সেনাবাহিনী বলছে, এ অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পরীক্ষা চালানো হচ্ছে।

তেহরান জানিয়েছে, তার চিরশত্রু ইসরাইলের সঙ্গে আজারবাইজানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন তারা। তেলআবিব আজারি সেনাবাহিনীকে উচ্চ প্রযুক্তির অ্যাসল্ট ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি ইরানের।

গত বছর কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে ৪৪ দিনের যুদ্ধে আজারবাইজান এসব সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে।

ইরানি সেনাবাহিনীর ওই কমান্ডার আরও জানিয়েছেন, গত বছর আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে কারাবাখ অঞ্চলে ইহুদি ও দায়েশ সন্ত্রাসীদের ওই সীমান্তে জড়ো করেছিল আজারবাইজান।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112981 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 09:09:04 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group