• হোম > আন্তর্জাতিক > করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে

করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ১১:৫৯
  • ৪০০

 করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানি ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দৈনিক গড়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে জনসংখ্যার ৫৫.৭ শতাংশের পুরোপুরি টিকাদান সম্পন্ন হয়েছে।

মহামারীর প্রাথমিক পর্যায়ে কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রদানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

তার পরও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, যা ব্রাজিল এবং উচ্চ সংক্রমণের ডেল্টা ভ্যারিয়ান্টের মুখোমুখি হওয়া ভারতের চেয়েও অনেক বেশি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ঢেউ গত আগস্টের শেষদিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এ সময় যুক্তরাষ্ট্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম শুরু করেছিল, যা এপ্রিলে শীর্ষ পর্যায়ে পৌঁছায়, কখনো কখনো দৈনিক ৪ মিলিয়নের বেশি টিকা প্রদান করা হয়েছে, বর্তমানে টিকাদান কার্যক্রম যথেষ্ট ধীরগতির ।

চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৪৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : বাসস


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/112998 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:42:06 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group