• হোম > বাংলাদেশ > পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর

পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর

  • শনিবার, ২ অক্টোবর ২০২১, ১২:০৪
  • ৪১৯

পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর

সুনামগঞ্জে মায়ের সামনে পিকআপভ্যানের ধাক্কায় হাফসা খাতুন (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ থানাধীন মাহমদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাফসা সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।

সড়কের জয়কলস হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শান্তিগঞ্জের মাহমদপুর গ্রামে তার নানা বাড়িতে যায় হাফসা খাতুন। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহমদপুরে সড়ক পারাপারের সময় সিলেটগামী পিকআপভ্যান (সিলেট মেট্রো-ন-১১-০৯৩০) ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু হাফসা।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি আটক করে থানায় নিয়ে আসেন। তবে দুর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যায়।

এ ব্যা পারে জয়কলস হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ বলেন, এ ব্যাপারে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। লাশ নিহতের স্বজনদের কাছে দেয়া হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113002 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:39:19 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group