• হোম > আন্তর্জাতিক > পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ৩ আসনেই এগিয়ে মমতার দল

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ৩ আসনেই এগিয়ে মমতার দল

  • রবিবার, ৩ অক্টোবর ২০২১, ১১:৪৩
  • ৪০৯

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ৩ আসনেই এগিয়ে মমতার দল

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার তিন আসনে উপনির্বাচনের সব কটিতেই এগিয়ে আছে মমতা ব্যানার্জির তৃণমূল।

রোববার সকালে ভবানীপুর আসনে প্রথম রাউন্ডের ভোট গণনায় দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল। এর মধ্যে শমসেরগঞ্জে ২৫০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন।

ভবানীপুরে পোস্টাল ব্যালট গণনায়ও এগিয়ে আছেন মমতা। মুখ্যমন্ত্রী থাকতে হলে তাকে জিততেই হবে এ উপনির্বাচনে।

এ আসনের উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয় নিয়ে অবশ্য কোনো সংশয় নেই তৃণমূল শিবিরের। চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।

এদিকে রোববার সকাল থেকে ইভিএম গণনার প্রথম রাউন্ড শুরু হয়েছে ভবানীপুরে।মোট ২১ রাউন্ড গণনা হবে।

উপনির্বাচনী প্রচারপর্বে মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়— সবার বক্তব্যেই ফিরে ফিরে এসেছে এই ব্যবধানের প্রসঙ্গ। উপনির্বাচনে কম মানুষ ভোট দিতে আসেন, এটি জেনেই তৃণমূল এবার জোর দিয়েছিল ‘ভোট দিতে আসুন’ ডাকে।

বৃহস্পতিবার ভোটদানের ভালো হার সেদিক থেকে খানিকটা আশ্বস্ত করেছে রাজ্যের শাসক দলকে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113059 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 11:32:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group