• হোম > বাংলাদেশ > আরও এক রোহিঙ্গা আটক মুহিবুল্লাহ হত্যায়

আরও এক রোহিঙ্গা আটক মুহিবুল্লাহ হত্যায়

  • রবিবার, ৩ অক্টোবর ২০২১, ১৫:০৬
  • ৪০৭

 আরও এক রোহিঙ্গা আটক মুহিবুল্লাহ হত্যায়

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ইলিয়াস (৩৫) নামে আরও এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার দুপুর ১২টার দিকে কুতুপালং ক্যাম্প-৫ থেকে তাকে আটক করা হয়েছে।

এ সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।

তিনি জানান, আটক ইলিয়াসকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আলোচিত এ মামলায় এ পর্যন্ত পাঁচজনকে আট করেছে পুলিশ। এদের মধ্যে দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন— মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)। তারা দুজনই রোহিঙ্গা।

কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপক্ষ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রিমান্ড আবেদন শেষে শনিবার সন্ধ্যায় মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে উখিয়া থানায় দায়েরকৃত মামলায় (নম্বর-১২৬) দুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

একই দিন সকালে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪।

গত শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সেলিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113070 ,   Print Date & Time: Wednesday, 9 July 2025, 05:43:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group