• হোম > শিক্ষাঙ্গন > ২৮ অক্টোবর খুলবে রুয়েটের হল

২৮ অক্টোবর খুলবে রুয়েটের হল

  • সোমবার, ৪ অক্টোবর ২০২১, ১১:০১
  • ৪৮২

২৮ অক্টোবর খুলবে রুয়েটের হল

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের সব আবাসিক হলসমূহ আগামী ২৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর ১২২তম একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় হল খোলার বিষয়টি সুপারিশ করা হয়।

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসির কনফারেন্স রুমে ৯৩তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্তটি অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে সশরীরে অংশগ্রহণ করছেন।

ড. সেলিম হোসেন আরও বলেন, শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। হলে ওঠার পূর্বেই আমাদের শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব স্ব হল প্রভোস্ট ইতোমধ্যে সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা হলের আসার পূর্বেই হলের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113116 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 10:16:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group