• হোম > বাংলাদেশ > বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

  • সোমবার, ৪ অক্টোবর ২০২১, ১৫:১৪
  • ৪৩৯

বাংলাবাজারে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

৪৭ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়াঘাট ছেড়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। ২০টি ছোট-বড় যান ও ১৫টি মোটরসাইকেল নিয়ে ফেরিটি ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের শিমুলিয়াঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে আজ প্রথম ফেরি চালু করা হলো। সফল হলে সে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ২১ নম্বর খুঁটি বরাবর ১ দশমিক ৫ কিলোমিটার আপ-এ লাল বয়াটি পুনঃস্থাপিত হয়। শিমুলিয়া থেকে ফেরিগুলো বাংলাবাজার যাবে পদ্মা সেতুর ১৩-১৪ বা ১৪-১৫ নম্বর খুঁটির মধ্য দিয়ে।

তবে টার্গেট থাকবে ১৪-১৫ নম্বর খুঁটির মাঝখান দিয়ে যাওয়ার। আর বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার সময় ১৯-২০ বা ২০-২১ নম্বর খুঁটির মধ্য দিয়ে। তবে টার্গেট থাকবে ১৯-২০ নম্বর খুঁটির মাঝখান দিয়ে চলা।

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে গত ১৮ আগস্ট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।

সুত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113133 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 11:34:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group