• হোম > বিনোদন > পরামর্শ দিয়ে বিপাকে শাহরুখ খান

পরামর্শ দিয়ে বিপাকে শাহরুখ খান

  • মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ১৫:০৮
  • ৪৪০

 পরামর্শ দিয়ে বিপাকে শাহরুখ খান

নিজের ছেলে ‘উচ্ছন্নে’ গিয়েছে, আর তিনি শিক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞাপনে সন্তানদের প্রতিপালন নিয়ে জ্ঞান দিচ্ছেন! বলিউড সুপার স্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান মাদক-কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই ওই বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে এ ভাবেই কড়া ভাষায় আক্রমণ শুরু হয়েছে নেটমাধ্যমে। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপন থেকে শাহরুখকে সরিয়ে দেয়ারও দাবি জোরালো হচ্ছে।

২০১৭ সালে শিক্ষা প্রযুক্তি-সংক্রান্ত এক সংস্থা-র ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হন শাহরুখ। তিনি ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হওয়ার ওই সংস্থার আয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল বলে দাবি। ওই বিজ্ঞাপনে সন্তানদের ভবিষ্যৎ এবং শিক্ষা-সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতে শোনা যায়। কিন্তু ছেলে আরিয়ানের ঘটনার সাথে ওই বিজ্ঞাপনকে টেনে এনে বলিউডের ‘বাদশাহ’কে তুলোধোনা করতে ছাড়ছেন না অনেকেই।

আরিয়ান খানের গ্রেফতারির পর শাহরুখের এই বিজ্ঞাপনে পরামর্শ শুনতে নারাজ অনেকেই। এক জন টুইটে লিখেছেন, ‘দেশের বাচ্চাদের শিক্ষার জ্ঞান দিতে ব্যস্ত শাহরুখ নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না! শাহরুখকে এই বিজ্ঞাপন থেকে এখনই সরিয়ে দেয়া উচিত ওই সংস্থার।’ আরো একজন লিখেছেন, ‘যে ব্যক্তি নিজের সন্তানদেরই ঠিক মতো লালনপালন করতে পারেন না, ভালো বাবা-মা হওয়ার পরামর্শ তার মুখে মানায় না।’

এই বিতর্কের মধ্যেই শিক্ষা প্রযুক্তি সংক্রান্ত ওই সংস্থার অ্যাপ নিজেদের ফোন থেকে সরিয়ে ফেলা শুরু করেছেন বলেও অনেকে দাবি করেছেন। কেউ আবার ওই সংস্থাকেই কাঠগড়ায় তুলেছেন। বলেছেন, ‘এবার কী বলবে এই সংস্থা? যদি এমন এক জনকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো হয় তা হলে আর কি কেউ তাদের সন্তানদের শিক্ষার বিষয়ে ওই সংস্থাতে নাম নথিভুক্ত করাবেন?’

গত শনিবার মুম্বাইয়ে এক প্রমোদতরীতে পার্টি চালাকালীন মাদক-সহ ধরা পড়েন শাখরুখ-পুত্র আরিয়ান। তার কয়েকজন বন্ধুও ধরা পড়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি)।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113191 ,   Print Date & Time: Tuesday, 1 July 2025, 03:14:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group