• হোম > জাতীয় > কাল থেকে আবার নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

কাল থেকে আবার নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

  • মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১, ১৫:১৪
  • ৫৭৫

 কাল থেকে আবার নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম ভোক্তাদের নাগালে রাখতে সাশ্রয়ী মূল্যে সারাদেশে চারটি পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার থেকে সারাদেশে ৪৫০ জন ডিলারের ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রি কার্যক্রম চলবে।

মঙ্গলবার টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল থেকে ভ্রাম্যমাণ ট্রাকে চিনির পাশাপাশি মসুর ডাল, সয়াবিন তেল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবি। যা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাবে ৩০ টাকা দরে, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ১০০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার নিতে পারবেন।

এছাড়া চিনি পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি কিনতে পারবেন। প্রতি কেজি মসুর ডাল পাওয়া যাবে ৫৫ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113194 ,   Print Date & Time: Friday, 17 October 2025, 05:38:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group