• হোম > আন্তর্জাতিক > ১০ ফুট লম্বা চুল নিয়ে এবারও তার রেকর্ড

১০ ফুট লম্বা চুল নিয়ে এবারও তার রেকর্ড

  • বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ১২:০৪
  • ৪৪১

১০ ফুট লম্বা চুল নিয়ে এবারও তার রেকর্ড

লম্বা চুল নিয়ে রেকর্ড গড়া নতুন কিছু নয়। তবে চাইলেই চুল লম্বা ও রেকর্ড গড়া যায় বিষয়টি এমনও নয়। এজন্য সময় ও পরিশ্রম দুটোই প্রয়োজন। সম্প্রতি নিজের প্রায় ১০ ফুট লম্বা চুল নিয়ে রেকর্ড করেছেন এক তরুণী। এর ফলে টানা তিন বছর তিনি ভারতের লামিকা বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছেন।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুম্বাইয়ের এই তরুণীর নাম আকঙ্কা যাদব। তার চুল প্রায় ১০ ফুট (৯ ফুট সাড়ে ১০ ইঞ্চি) লম্বা। ২০১৯ সাল থেকে আকঙ্কার এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি।

আকঙ্কা বলেন একটা জাতীয় স্বীকৃতি পাওয়া তাৎপর্যপূর্ণ। রেকর্ডে জায়গা পাওয়া দারুণ ব্যাপার। এতো লম্বা চুলের যত্ন কিভাবে নেন জানতে চাইলে তিনি বলেন আমি কখনোই ২০ মিনিটের বেশি চুলের পেছনে ব্যয় করি না।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113256 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 08:09:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group