• হোম > আন্তর্জাতিক > কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

  • রবিবার, ২৪ অক্টোবর ২০২১, ১০:০১
  • ৪২২

 কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে ঘোষণা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার কাশ্মীর সফরে গিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। তবে, এখনই নয়, নির্বাচনের পর ফিরতে পারে এই মর্যাদা। খবর এনডিটিভির।

তিন দিনের সফরে শনিবার সকালে জম্মু-কাশ্মীর পৌঁছান অমিত শাহ। ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীর সফরে আমিত শাহ। শ্রীনগর বিমানবন্দরে তাকে স্বাগত জানান উপ রাজ্যপাল মনোজ সিনহা।

শ্রীনগর পৌঁছে অমিত শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ কর্মকর্তা পারভেজ আহমদের পরিবারের সঙ্গে।

কয়েক দিন আগে জঙ্গিদের হাতে নিহত হন এই পুলিশ কর্মকর্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করে তাকে চাকরির প্রস্তাব দেন। এসময় অমিত বলেন, এই পুলিশকর্মীর আত্মবলিদান মনে রাখবে গোটা দেশ।

অক্টোবরের শুরু থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছেন ১১ জন সাধারণ নাগরিক। এ সময় হামলা চালানো হয়েছে পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের উপরও।

এমন আবহে জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113741 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 06:09:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group