• হোম > ক্রিকেট | খেলা > কোহলিদের হারিয়ে আইসিসির টুইটারে কভার পেজে শাহিন আফ্রিদিরা

কোহলিদের হারিয়ে আইসিসির টুইটারে কভার পেজে শাহিন আফ্রিদিরা

  • সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১০:৩২
  • ৩৯৯

 কোহলিদের হারিয়ে আইসিসির টুইটারে কভার পেজে শাহিন আফ্রিদিরা

ভারতের কাছে বিশ্বকাপের মঞ্চে এর আগে টানা এক ডজন বার হারতে হয়েছে পাকিস্তানকে।

রোববার সেই হারের যেন বদলা নিলেন বাবর আজমরা। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ম্যাচে ভারতের লজ্জার দিনে জ্বলে উঠলেন বাবর আজমরা।

সেই হারের পর আইসিসির টুইটারের কভার পেজে দেখা গেল পাকিস্তান দলের ছবি। এর আগে টি২০ ক্রিকেটে কখনও ১০ উইকেটে হারেনি ভারত। পাকিস্তানও কখনও ১০ উইকেটে জেতেনি টি২০ ক্রিকেটে।

জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সামিদের দিশাহীন করে দিলেন শাহিন আফ্রিদিরা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে হারিয়ে যে ধাক্কা খেয়েছিল ভারত, গোটা ম্যাচে তা থেকে বার হতেই পারলেন না কোহলিরা।

ম্যাচশেষে কোহলির মুখেও বারবার শোনা গেল শুরুতেই উইকেট হারানোর কথা। বিরল এক ইতিহাস রচিত হলো রোববার। বিশ্বকাপের মঞ্চে ভারতকে নাস্তানাবুদ করে হারিয়ে দিল পাকিস্তান।

ওয়াসিম আকরাম, শোয়েব আখতার, ইউনিস খান ও ইনজামামুল হকরা যা পারেননি, সেটিই হেসেখেলে করে দেখালেন বাবর আজম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা।

ভারতকে সব বিভাগেই নাজেহাল করে ছেড়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ১৩তম ভারত-পাকিস্তান ম্যাচ ‘দুর্ভাগা’ হয়ে উঠল কোহলিদের কাছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113791 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 11:41:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group