• হোম > ঢাকা | বাংলাদেশ > কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

  • বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১০:৫৬
  • ৩৯১

 কাভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

গাজীপুর সদর উপজেলায় মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় মনোরঞ্জন দেবনাথ (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোরঞ্জন দেবনাথ এনার্জি প্যাক ফ্যাশন ফ্যাক্টরি লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জয়দেবপুর থানার ওসি মো. মাহতাব উদ্দিন জানান, একটি কারখানার মালবাহী কাভার্ডভ্যান মালামাল লোড করে পেছন দিক থেকে বের হচ্ছিল। এ সময় চালকের অসাবধানতায় কারখানার তিন শ্রমিক মনোরঞ্জন দেবনাথ, লিমা ও সাথী আক্তারকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি।

এ ঘটনায় কারখানার আহত তিন শ্রমিককে উদ্ধার করে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোরঞ্জন দেবনাথকে মৃত ঘোষণা করেন। লিমা ও সাথী আক্তার হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113907 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 01:35:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group