• হোম > ক্রিকেট | খেলা > লিটন-নাঈমের পথ ধরে সাজঘরে সাকিবও

লিটন-নাঈমের পথ ধরে সাজঘরে সাকিবও

  • বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৬:৩৬
  • ৩৯৪

 লিটন-নাঈমের পথ ধরে সাজঘরে সাকিবও

দুই ওপেনার লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখের পথ ধরে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসানও। ৫.২ ওভারে মাত্র ২৬ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ দল।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২০তম ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।

ইনিংসের প্রথম ওভারে ইংলিশ অফ স্পিনার মঈন আলীকে পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভারে ১০ রান আদায় করে নেন লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ।

ইনিংসের দ্বিতীয় ওভারে পেস বোলার ক্রিস ওকস খরচ করেন মাত্র ৩ রান। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে পরপর দুই বলে বাংলাদেশ দলের দুই ওপেনার লিটন-নাঈমকে ক্যাচ তুলতে বাধ্য করেন মঈন আলী।

ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রিস ওকসের করা দ্বিতীয় বলে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচে পরিনত হন সাকিব আল হাসান। তার বিদায়ে ৫.২.ওভারে মাত্র ২৬ রানে প্রথম সারির ৩ উইকেট হারায় বাংলাদেশ দল।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিং, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113919 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 03:16:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group