• হোম > শিক্ষাঙ্গন > ২০২২ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে না এসএসসি পরীক্ষা

২০২২ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে না এসএসসি পরীক্ষা

  • বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৬:৪৭
  • ৪৫২

 ২০২২ সালের ফেব্রুয়ারিতে হচ্ছে না এসএসসি পরীক্ষা

২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না। আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে, তা পরে জানানো হবে।

মন্ত্রী আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।
প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এ বছর তা সম্ভব হয়নি। আগামী ১৪ নভেম্বর থেকে এই পরীক্ষা নেওয়া হবে।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/113923 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 05:33:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group