• হোম > বাংলাদেশ | রাজশাহী > করোনা কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ

করোনা কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১১:২৪
  • ৫৩৬

 করোনা কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। তিনজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

আর বাকি একজন ছিলেন করোনা নেগেটিভ। করেনাপরবর্তী শারীরিক জাটিলতায় তিনি মারা গেছেন। মৃত পাঁচজনের মধ্যে রাজশাহীর তিন, চাঁপাইনবাবগঞ্জের এক এবং পাবনার এক রোগী ছিলেন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ১০৪টি।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114003 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:16:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group