• হোম > বিনোদন > আরিয়ানের জামিনের পর শাহরুখকে ফোন করলেন সালমান, অক্ষয় ও সুনীল

আরিয়ানের জামিনের পর শাহরুখকে ফোন করলেন সালমান, অক্ষয় ও সুনীল

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ০৯:৫২
  • ৩৯৮

 আরিয়ানের জামিনের পর শাহরুখকে ফোন করলেন সালমান, অক্ষয় ও সুনীল

অবশেষে তিন সপ্তাহ পর জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। ২৮ অক্টোবর আরিয়ানের সাথে জামিন পেলেন তার সাথী আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। বোম্বে হাইকোর্টে জামিন পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েছিলেন বাবা শাহরুখ খান।

এদিন শাহরুখ, গৌরী এবং আরিয়ানকে অভিনন্দন জানান ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধু এবং সহকর্মী। তাদের মধ্যে ছিলেন অক্ষয় কুমার, সালমান খান ও সুনীল শেট্টি। ২৮ অক্টোবর সন্ধায় শাহরুখ খানকে ফোন করেন তারা। খবর নেন। পাশাপাশি অভিনন্দনও জানিয়েছেন বলে খবর।

আরিয়ানের জামিনের খবর পাওয়ার সাথে সাথেই নেট দুনিয়ায় অভিনন্দন জানান কিং খানের অনুরাগীরা।

অন্যদিকে, গৌরীকে ফোন করেন তার বন্ধু মহীপ কাপুর এবং সীমা খান। তাদের সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। বোন সুহানা খান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে আরিয়ানের বন্ধুদের সাথে কথা বলেন এবং তাদের প্রতিনিয়ত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সূত্র : আজকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114091 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 07:32:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group