• হোম > আন্তর্জাতিক > আরও ২৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

আরও ২৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

  • শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১০:৩৬
  • ৪৬০

 আরও ২৫ সেনাকে হত্যার দাবি জান্তাবিরোধীদের

মিয়ানমারে আরও ২৫ সেনা সদস্যকে হত্যার দাবি করেছে দেশটির জান্তারোধীরা। বৃহস্পতিবার দেশটির সাগাইং অঞ্চলে প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২৫ সেনা নিহতে দাবি করা হয়।

কাওলিন রেভ্যুলেশন (কেআর) বাহিনীর বরাত দিয়ে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, এ নিয়ে গত তিনদিনে ৮৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন।

এরআগে, গত বুধবার কাওলিনের কিয়ুনবিন্থা গ্রামে সংঘর্ষে প্রথমে ৪০ সেনা নিহত হওয়ার কথা জানায় কেআর। পরে আরও ২০ সেনার মৃত্যুর খবর দেয়। বৃহস্পতিবার কাওলিনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ জান্তা সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে গ্রুপটি। এতে তিন বেসামরিক প্রতিরোধযোদ্ধাও প্রাণ হারিয়েছেন।

কেআর প্রকাশিত ছবিতে দেখা যায়, কেএলপিডিএফের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকজন সেনার মরদেহ সৎকারের ব্যবস্থা করছেন। গ্রুপটি জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর মেজর ইয়ে হতুত ও’র আংশিক পুঁতে রাখা মরদেহও খুঁজে পাওয়া গেছে। জান্তা বাহিনী পালানোর সময় তাকে ওভাবে ফেলে রেখে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে ছয়টি গাড়িতে করে জান্তা সেনারা কাওলিনে ঢুকেছিল বলে জানা যায়।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে দেশটির সামরিক জান্তা। বিতর্কিত একটি নির্বাচন নিয়ে বেসামরিক সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার পর এ অভ্যুত্থান ঘটে। গ্রেফতারের পর মিলিটারি টিভি ঘোষণা করে দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এরপর কয়েকটি মামলায় আদালতে তোলা হয় সু চিকে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/114101 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 12:52:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group